আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে নির্বাচনের পর জোট নিয়ে জোরেশোরে আলোচনা চলছে। নির্বাচনের ফলাফলে এককভাবে সরকার গঠনের মতো আসন পায়নি কোনো দলই। এর মধ্যে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে জোট নিয়ে নানা আলোচনা চলছে। এবার জোট নিয়ে মুখ খুলেছেন দলটির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। খবর ডনের।
বিলাওয়াল ভুট্টো বলেন, জোট নিয়ে পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন), পিটিআই বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
পাকিস্তানের সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী জিও নিউজের সঙ্গে আলাপকালে বলেন, তার দল একা সরকার গঠন করতে পারবে না। তবে তার দলকে ছাড়া আবার কেউ কেন্দ্র বা প্রাদেশিক সরকার গঠনও করতে পারবে না।
পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরিফের সঙ্গে তার বা তার বাবা আসিফ আলি জারদারির কোনো বৈঠক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের বৈঠকের বিষয়টি নিশ্চিত করার মতো অবস্থানে নেই। সব ফল আমাদের সামনে আসলে আমরা অন্যদের সঙ্গে জোটের বিষয়ে আলোচনা করব।
বিলাওয়াল আরও জানান, পিটিআই সমর্থিত কোনো প্রার্থীরও তার বা দলের কোনো নেতার সঙ্গে যোগাযোগ করেনি।
এর আগে জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী মহসিন নকভির বাসভবনে পিপিপি শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেছেন শাহবাজ। দলীয় সূত্র জানায়, বিলাওয়ালের বাবা আসিফের সঙ্গে ভবিষ্যৎ সরকার গঠন নিয়ে আলোচনা করেছেন এবং পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফের বার্তাও পৌঁছে দিয়েছেন শাহবাজ। পিপিপির এই দুই নেতাকে পাকিস্তানে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য পিএমএল-এনের নেতাদের সঙ্গে বসার আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্র আরও জানায়, পাঞ্জাবে ও কেন্দ্রে সরকার গঠনের বিষয়ে সম্মত হয়েছেন শাহবাজ ও আসিফ। পরবর্তী বৈঠকে এ বিষয়ে নিজ নিজ বক্তব্য তুলে ধরবে দুই দল। ওই বৈঠকেই ক্ষমতা ভাগাভাগি, কে কোন মন্ত্রণালয়ে বসবে, এসব বিষয়ে চূড়ান্ত হবে।
ইমরানকে ক্ষমতাচ্যুত করার ‘নাটের গুরু’ সেই জাহাঙ্গীরের করুণ পরিণতি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।