স্পোর্টস ডেস্ক: জোফরা আর্চার সত্যিই ম্যাচ জয়ী বোলার। সে ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে সুপার ওভারে দুর্দান্ত বোলিং করেছে। আসন্ন সিরিজেও পাকিস্তানি ব্যাটসম্যানদের সে পরীক্ষা নেবে। এমনটিই বলেছেন পাকিস্তানের ব্যাটিং কোচ ইউনিস খান।
তিনটি টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে রবিবার (২৮ জুন) ইংল্যান্ড সফরে যায় পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ডের বিমানে ওঠার আগে এএফপিকে ইউনিস খান বলেছেন, জোফরা আর্চার পাকিস্তানি ব্যাটসম্যানদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
টেস্টে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৪টি সেঞ্চুরির সাহায্যে সবচেয়ে বেশি ১০ হাজার ৯৯ রান সংগ্রহ করা ইউনিস খান আরও বলেছেন, জোফরা ইংল্যান্ডের এই সময়ের অন্যতম সেরা বোলার। তার বিপক্ষে সফল হতে হলে আমাদের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আমি নিশ্চিত আমাদের ব্যাটসম্যানরা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।