আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে অনেকদিন ধরে বিতর্কে রয়েছেন বলিউডের তারকা অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। তাদের একাধিক অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
শনিবারও (৮ জানুয়ারি) একটি ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যেখানে দেখা যায়, সুকেশের বুকে মাথা রেখে চোখ বুজে হাসছেন। আর সুকেশ তাকে চুমু খাচ্ছেন।
প্রতারকের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে আইনি ঝামেলায়ও পড়েছেন জ্যাকুলিন। তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসব বিষয় নিয়ে এতদিন চুপ ছিলেন অভিনেত্রী। অবশেষে মুখ খুললেন। জানালেন তার বক্তব্য।
ইনস্টাগ্রামে দেয়া এক বিবৃতিতে জ্যাকুলিন বলেন, ‘এই দেশের প্রত্যেকটি মানুষ আমাকে ভালোবাসা এবং সম্মানে ভরিয়ে দিয়েছে। মিডিয়ার বন্ধুরাও তাদের মধ্যে আছেন, যাদের কাছ থেকে আমি অনেক শিখেছি। বর্তমানে খুব খারাপ সময় কাটাচ্ছি। কিন্তু আমি নিশ্চিত, আমার বন্ধু এবং অনুরাগীরা আমাকে এটি কাটিয়ে উঠতে দেখবেন।’
সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে জ্যাকুলিন বলেন, ‘সংবাদমাধ্যমের বন্ধুদের অনুরোধ করবো, আমার গোপনীয়তাকে লঙ্ঘন করে ব্যক্তিগত মুহূর্তের কোনো ছবি প্রকাশ কিংবা প্রচার করবেন না। নিজের ভালোবাসার মানুষের ছবি হলে এমন করতে পারতেন না। আমি জানি আমার ক্ষেত্রেও আপনারা একই কাজ করবেন। আশা রাখি সুবিচার পাবো।’
উল্লেখ্য, সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি রুপির মানি লন্ডারিং মামলা চলমান রয়েছে। এছাড়া আরো একাধিক প্রতারণায় কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। এই মামলার তদন্তের স্বার্থে জ্যাকুলিনকে তলব করে ভারতের ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জিজ্ঞাসাবাদের পর গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে। তার সঙ্গে সুকেশের ঘনিষ্ঠতার বিষয়টিও সামনে আসে। তাই জ্যাকুলিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel