স্পোর্টস ডেস্ক: আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে দলের ব্যাটিং উপদেষ্টা হিসেবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড।
২০১৪ সালে টেস্ট থেকে অবসরে যাওয়ার পর কোচ হিসেবে যাত্রা শুরু করেন ক্যালিস। বেশ কয়েকটি দলের কোচিং করিয়েছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য, ২০১৯-২০ মৌসুমে প্রোটিয়াদের ইংল্যান্ড সফরের সময় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন।
শ্রীলঙ্কা সফরে ক্যালিস তার সঙ্গে সহকর্মী হিসেবে পাবেন ইংল্যান্ডের হেড কোচ ক্রিস সিলভারউড, সহকারী কোচ পল কলিংউড, স্পিন বোলিং উপদেষ্টা জিতান প্যাটেল, বোলিং কোচ জন লুইস, ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন এবং উইকেটকিপার উপদেষ্টা জেমস ফস্টারকে।
আগামী ২ জানুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশে রওয়ানা দেবে ইংল্যান্ড। স্বাগতিকদের বিপক্ষে ১৪ থেকে ২৬ জানুয়ারির মধ্যে দুটি টেস্ট খেলবে তারা। টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে।
প্রসঙ্গত, ২০২০ সালে আইসিসির হল অব ফেমে জায়গা করে নেয়া ক্যালিস দক্ষিণ আফ্রিকার অন্যতম সফল টেস্ট ব্যাটসম্যান ছিলেন। এই ফরমেটে তার আছে ৪৫টি সেঞ্চুরি। টেস্টে শচিন টেন্ডুলকারের পর সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এটিই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।