জুমবাংলা ডেস্ক: লাখো মানুষের শ্রদ্ধায় ফেনী শহরের মাস্টারপাড়ায় নিজ গৃহ প্রাঙ্গণ মুজিব উদ্যানে চিরশায়িত হলেন ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য জয়নাল হাজারী।
আজ (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বর্ষিয়ান এ আওয়ামী লীগ নেতার দাফন সম্পন্ন হয়।
এর আগে বাদ আসর ফেনী পাইলট হাই স্কুল মাঠে মরহুমের জানাযা জনসমুদ্রে পরিণত হয়।
এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ এমপি আবু সাইদ আল মাহমুদ স্বপন।
তিনি বলেন, ‘মুজিব রণাঙ্গনের অকুতোভয় সিপাহসালার জয়নাল হাজারী। মন্ত্রী-এমপি অনেকে হতে পারে কিন্তু সবাই গণমানুষের নেতা হতে পারেন না। যদি জয়নাল হাজারীর কর্মী হতে পারতাম তবে নিজেকে ধন্য মনে করতাম।’
এসময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ভিপি, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
এর আগে সকাল দশটার দিকে রাজধানীতে বায়তুল মোকাররমে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয় বলে পরিবারসূত্রে জানা যায়।
গতকাল সোমবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারীর ইন্তেকাল করেন। একাধিক শারীরিক জটিলতা নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
দেশব্যাপী আলোচিত এ নেতা ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে ফেনী-২ আসন হতে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধ পূর্ববর্তীকালে বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।