জুমবাংলা ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মঙ্গলবার সাড়ে ১০ টায় করোনা প্রাদুূর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জয়পুরহাট পৌর আওয়ামী লীগ।
ডা: আবুল কাশেম ময়দানে ওই খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু প্রধান অতিথি হিসেবে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। পৌর আওয়ামীলীগের সভাপতি আজম আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি রাজা চৌধুরী, আয়মারসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল আলম বেনু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু প্রমূখ। অসহায় ও দুস্থ ২শ পরিবারের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি সামছুল আলম দুদু এমপি বলেন, সরকার করোনায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের জন্য কাজ করে যাচ্ছেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।