জুমবাংলা ডেস্ক: প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ প্রকৃতি সংরক্ষণ করি প্রজন্মকে সম্পৃক্ত করি’ এ স্লেøাগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিনামূল্যে ২৫ হাজার গাছের চারা বিতরণ করেছে জয়পুরহাটের স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’।
এ উপলক্ষে জাকস ফাউন্ডেশনের কর্ম এলাকায় পক্ষকাল ব্যাপী ২৫ হাজার গাছের চারা বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চারা গুলোর মধ্যে রয়েছে বারি আম-১১, গৌরমতি, আ¤্রপালি, হাড়িভাঙ্গা, চাইনা-৩ লিচু ও বারি মাল্টা-১ জাতের। ইতোমধ্যে ২১ হাজার গাছের চারা বিতরণ সম্পন্ন হয়েছে। এর ধারা বাহিকতায় শনিবার ধলাহার শাখা অফিসের চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জাকস ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক রফিকুল ইসলাম বাদশা, সিনিয়র সহকারী পরিচালক খোরশেদ আলম, সিনিয়র সহকারী পরিচালক ওবায়দুল ইসলাম, উপ সহসমন্বয়কারি মনিরুল ইসলাম প্রমুখ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।