জুমবাংলা ডেস্ক: জয়পুরহাট জেলার কালাই উপজেলায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের তত্বাবধানে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিস্থাপন করা হবে আগামীকাল শনিবার।
শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের হুইপ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এস এম জিয়াউল আলম, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম এসপিপিসহ স্থানিয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ বাসসকে জানান, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশের স্থপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ সজীব ওয়াজেদ জয় এর সার্বিক দিক নির্দেশনায় ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জয়পুরহাট জেলার কালাই উপজেলায় স্থাপন করা হচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার। আগামীকাল শনিবার এই শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিস্থাপন করা হবে। এ উপলক্ষে কালাই উপজেলাসহ জেলা জুরে যুবকদের মাঝে স্বপ্ন পুরণে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার তাদেরকে উন্নত বাংলাদেশের পথে নিয়ে যাবে এটি তাদের প্রত্যাশা। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।