জুমবাংলা ডেস্ক: শিশুদের সৎ, চরিত্রবান ও আদর্শ নাগরিক করে গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে কাব স্কাউট দল গঠন ও পরিচালনার জন্য জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ৫দিন ব্যাপী কাব স্কাউট ইউনিট লিডার বেসিক প্রশিক্ষণ কোর্স ।
বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় ও জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় ক্ষেতলাল উপজেলার পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ৫দিন ব্যাপী ৬১৬ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা স্কাউট কমিশনার ও উপজেলা শিক্ষা অফিসার মো: মোজাম্মেল হক শাহ, জেলা স্কাউট সম্পাদক বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার শাহাদুল ইসলাম সাজু , ক্ষেতলাল উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর রফিকুল ইসলাম। কোর্স পরিচালক বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেনার বায়েজিদ শাহ আলম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ফান্ডামেন্টাল অব স্কাউটসহ শিশুদের সৎ, চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে । প্রশিক্ষণ শেষে বিদ্যালয়ে ফিরে গিয়ে শিক্ষক-শিক্ষিকারা দক্ষতার সঙ্গে কাব দল গঠন ও পরিচালনা করতে পারবেন। জেলার ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষক শিক্ষিকা ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বায়েজিদ শাহ আলম, হারুনুর রশিদ চৌধুরী, মেরিনা নার্গিস, শাপলা পারভিন, কারুজ্জামান, মিজানুর রহমান, আবু বকর সিদ্দিক, আজিজার রহমান ও মাসুদুজ্জামান। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।