জুমবাংলা ডেস্ক: জয়পুরহাটে স্ত্রী হত্যার অভিযোগে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সাজা দিয়েছে আদালত। খবর ইউএনবি’র।
বুধবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ গোলাম সারোয়ার জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি বাবুল সরকার (৫৪) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শফিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালে জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকার তমেজ উদ্দীনের মেয়ে রাধাবাড়ী (মাতাশ মঞ্জিল) মহল্লার তানজিলা বেগমের (৩৬) সাথে বাবুল সরকারের বিয়ে হয়। তারা দুজনেই ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। চাকরির টাকায় তানজিলা বেগম জয়পুরহাটের পাঁচবিবিতে বাড়ি করার জন্য ৪ শতক জায়গা কিনেন। কিন্তু তার স্বামী গাজীপুরে বাড়ি করার জন্য তাকে ওই জমি বিক্রি করতে চাপ দেয়। এতে তানজিলা রাজী না হওয়ায় বাবুল সরকার ক্ষুব্ধ হয়ে ২০১৬ সালের ২২ ডিসেম্বর দিবাগত রাতের কোনো এক সময় তানজিলাকে ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে হত্যা করে।
পরেরদিন নিহতের বড় বোন তৌহিদা বেগম বাদী হয়ে বাবুল সরকারকে আসামি করে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। বাবুল সরকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
২০১৭ সালের ২২ মে পুলিশ মামলাটি তদন্ত করে বাবুল সরকারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।