জুমবাংলা ডেস্ক: খাদ্যে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে চলতি ২০১৯-২০২০ রবি মৌসুমে ২ হাজার ৫ শ ৩৫ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানিয় কৃষি বিভাগ।
স্থানিয় কৃষি বিভাগ জানায়, জেলায় এবার ২ হাজার ৫ শ ৩৫ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ে ব্যাপক প্রস্তুতি মূলক কার্যক্রম চালানো হচ্ছে। এতে ৮ হাজার ৮ শ ৭২ মেট্রিক টন গম উৎপাদনের টার্গেট নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এ ছাড়াও সরকারের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় গম চাষের জন্য ২ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ কর্মসূচী গ্রহণকরা হয়েছে।
মাটির গুণাগুণে জয়পুরহাটের মাটি বেলে দো’ আশ হওয়ায় গম চাষের জন্য উপযোগী। ফলে কৃষকদের মাঝে গম চাষে আগ্রহও দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে বাসস’কে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্রনাথ রায়। বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকদের উন্নয়নে নানা কর্মসূচী বাস্তবায়ন করায় জেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। চলতি মৌসুমে রোপা আমনের বাম্পার ফলনের পর কৃষকরা এখন গম চাষের প্রস্তুতি গ্রহণ করছে বলে জানায় কৃষি বিভাগ। গম চাষ সফল করতে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।