জুমবাংলা ডেস্ক: করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের ঘোষিত লকডাউন ও বিধিনিষেধ জয়পুরহাটে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। বিধিনিষেধ অমান্য করায় গত ১৫ দিনে ৫ লাখ ৩৯ হাজার ১শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সরকারের ঘোষিত লকডাউন ও বিধি নিষেধ পালনের বিষয়ে জেলার পাঁচ উপজেলা শহর, শহরতলীসহ প্রত্যন্ত ইউনিয়ন পর্যায়ে থাকা হাটবাজার গুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করেনণ আদালত। এ সময় মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান মোবাইল টিমের সদস্যরা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্য, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরাও শহরের গুরুত্ব পূর্ণ সড়ক গুলোতে টহল পরিচালনা করেন। বিধি নিষেধ অমান্য করায় ১০ আগষ্ট পর্যন্ত গত ১৬ দিনে ৪ শ ৯৭ টি মামলায় ৪ শ ৯৯ জনের জরিমানা করা হয়। যার পরিমান হচ্ছে ৫ লাখ ৩৯ হাজার ১শ টাকা বলে জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেদবতী মিস্ত্রী। জেলা পুলিশের সদস্যরা শহরের মোড়ে মোড়ে চেক পোষ্ট বসিয়ে বিধিনিষেধ কঠোর ভাবে পালনে মাঠে থাকা স্থানিয় প্রশাসনকে সহযোগিতা করেছে বলে জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।