স্পোর্টস ডেস্ক : মাউন্ট মঙ্গানুইয়ে (Mount Maunganui) নিউ জিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর অধিনায়ক মুমিনুল হকও তার সাবেক সতীর্থকে কল দিয়েছেন। হয়তো খুশির আনন্দটা ভাগাভাগি করতেই স্মরণ করা। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেই কলটি ধরতে পারেননি মাশরাফি বিন মর্তুজা।
নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি । তাইতো বর্তমানে জাতীয় দলে না থাকলেও খেলোয়াড়দের সঙ্গে রয়েছে তার দারুণ সম্পর্ক। যে কোনো প্রয়োজনে কিংবা পরামর্শের জন্য অনেক খেলোয়াড়ই সাবেক এই অধিনায়ককে স্মরণ করেন।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মিরপুরে অনুশীলন করতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মাশরাফি। সে সময় জানিয়েছেন কেন মুমিনুলের কল ধরতে পারেননি। মাশরাফি বলেন, ‘মুমিনুল কল দিয়েছিল। কিন্তু দুই দেশের সময়ে পার্থক্য থাকায় কথা হয়নি। আজ দুই-একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কথা বলা জরুরি না, ওরা খেলা উপভোগ করছে এটাই জরুরি। অনেক বড় জয় এসেছে, এটা বাংলাদেশের সবার জন্য বিরাট মুহূর্ত।’
এ সময় এই জয়কে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ সাফল্য বলেও আখ্যায়িত করেন সাবেক এ অধিনায়ক। তিনি বলেন, ‘দারুণ! বাংলাদেশের অন্যতম সেরা জয় না বলে বলা উচিৎ এটাই সর্বোচ্চ সাফল্য। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তো অবশ্যই। তাও টেস্ট চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে। অনেক খেলোয়াড় দলের সঙ্গে নেই। এভাবে ভাবলে শূন্য থেকে এত বড় জয়! দারুণ ব্যাপার।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।