আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন, দেশটির নতুন রাজধানী বর্নেও দ্বীপের পূর্ব কালিমানতান প্রদেশে স্থানান্তর করা হবে। বর্তমান রাজধানী জাকার্তা জলাভূমির উপর অবস্থিত। জাকার্তায় প্রায় ১ কোটি মানুষের বাস।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, জাকার্তা শহরের একাংশ ডুবে যাচ্ছে। প্রতিবছর প্রায় ২৫ সেন্টি মিটার করে ডুবছে। আর প্রায় অর্ধেক শহর সমুদ্র পৃষ্ঠের উচ্চতার নিচে চলে গেছে।
পরিকল্পিত নতুন রাজধানীর এখনও কোনও নাম চূড়ান্ত করা হয়নি। নতুন রাজধানী অনুন্নত দুটি এলাকায় স্থাপিত হবে। উচ্চাকাঙ্খী এই প্রকল্পে প্রায় ৪৬৬ ট্রিলিয়ন রুপিয়াহ (৩৩ বিলিয়ন ডলার) ব্যয় হবে। পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, জাকার্তার ট্রাফিক ব্যবস্থার কারণেই প্রতি বছর ১০০ ট্রিলিয়ন রুপিয়াহ ক্ষতি হচ্ছে।
ইন্দোনেশিয়ার সরকারকে বিকেন্দ্রীকরণে গত দুই দশক ধরে বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। পৌরসভাগুলোকে আরও বেশি রাজনৈতিক ক্ষমতা ও আর্থিক সম্পদ দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির সম্পদের বেশিরভাগ জাকার্তায় কেন্দ্রীভূত। শহরটির বাইরে বসবাসকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের ভুলে যাওয়া হয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel