ঝুলে পড়া কি সমাধান হতে পারে, আ ত্ম হ ত্যা র আগে বলেছিল ফাইরুজ

ঝুলে পড়া কি সমাধান হতে পারে, আ ত্ম হ ত্যা র আগে বলেছিল ফাইরুজ

জুমবাংলা ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আত্মহত্যা করা শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা গত ২৮ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদ ও মার্কেটিং বিভাগের উদ্যোগে বিজ্ঞান অনুষদের মাঠে অনুষ্ঠিত কনসার্ট ফর জহির অনুষ্ঠানে উপস্থাপনকালে দর্শক মাতিয়ে বলেছিলেন ঝুলেপড়া (আত্মহত্যা) কি সমাধান হতে পারে? কখনো আত্মহত্যার চিন্তা আসলে যেন নিজেকে কেউ বন্দি করে না রাখে।

ঝুলে পড়া কি সমাধান হতে পারে, আ ত্ম হ ত্যা র আগে বলেছিল ফাইরুজ

আত্মহত্যার বিষয়ে অন্যকে সচেতন করলেও শেষ পর্যন্ত নিজেই বেছে নিয়েছেন এই পথ। গতকাল শুক্রবার (১৫ মার্চ) আত্মহত্যা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইরোজ অবন্তিকা।

তার ছোট্ট এই দুটি কথা সম্বলিত ভিডিও ফেসবুকে এখন ভাইরাল। তার কঠিন এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে মৃত্যুর অল্প কিছুক্ষণ আগে জানিয়ে গিয়েছিল সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিক তার মৃত্যুর জন্য দায়ী। কেন তারা দায়ী, তা দীর্ঘ এক পোস্টে উল্লেখ করে গিয়েছেন।

তার এমন সিদ্ধান্ত কেউ মেনে নিতে পারছে না। সবাই বলছে প্রতিবাদী মেয়েটি কিভাবে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারে। দারুণ প্রতিভাবান এই মেয়েটি সব কাজেই ছিল পারদর্শী। গান, উপস্থাপনা, বিতর্ক সবকিছুই ছিল তার দখলে এবং বিমানবাহিনীতেও সুযোগ পেয়েছিল মেয়েটি। এছাড়া কাজ করেছেন একটি এফএম চ্যানেলে। এমন উজ্জ্বল প্রতিভা হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে ক্যাম্পাসে। সেই সঙ্গে দোষীদের কঠিনতম শাস্তি চায় শিক্ষার্থীরা। এ নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠিত হলেও সেগুলোতে আস্থা পাচ্ছে না বলে জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, ফাইরুজের মৃত্যুতে সহকারী প্রক্টরকে দায়িত্ব থেকে অব্যাহতি ও সহপাঠীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।