আন্তর্জাতিক ডেস্ক : হাঙ্গেরির বুদাপেস্টে দানিয়ুব নদীর তীরে বড় পরিসরে আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়। শনিবার স্থানীয় সময় রাত ৯টায় ওই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে দেশটির আবহাওয়া অফিস ঝড়ের পূর্বাভাস দেয়। সেই পূর্বাভাস পেয়েই জাতীয় ছুটি উপলক্ষে আয়োজিত আতশবাজির প্রদর্শনী বাতিল করে দেয় দেশটির সরকার।
দানিয়ুব নদীর তীরে পাঁচ কিলোমিটার জুড়ে আয়োজিত প্রদর্শনীর জন্য ৪০ হাজার আতশবাজিও আনা হয়। প্রস্তুতি যখন প্রায় শেষ, সেই সময়ই হাঙ্গেরির আবহাওয়া দপ্তর জানায়, শনিবার ঝড় আসবে। আবহাওয়া অফিসের সেই পূর্বাভাস পাওয়া মাত্রই তড়িঘড়ি করে আতশবাজির প্রদর্শনী বাতিল করে দিয়ে পরবর্তী একটি দিন নির্ধারণ করা হয়।
তবে শনিবার সারা দিন পেরিয়ে গেলেও ঝড় আসেনি। আবহাওয়া অফিসের এই ভ্রান্ত পূর্বাভাসের জেরে সরকারকে সমালোচনার মুখে পড়তে হয়। আর দেশটির সরকারের সমস্ত রাগ গিয়ে পড়ে আবহাওয়া অফিসের ওপর।
দেশটির প্রযুক্তি মন্ত্রী লাজলো পালকোভিচ আবহাওয়া দপ্তরের প্রধান কর্মকর্তা এবং সহপ্রধানকে কাজ থেকে অব্যাহতি দেন।
যদিও আবহাওয়া দপ্তরের এই ভুল পূর্বাভাসের জন্য ক্ষমা চায়। একই সঙ্গে তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, অনিশ্চয়তা আবহাওয়ার পূর্বাভাসের একটা অংশ।
সূত্র : আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।