গাজীপুর প্রতিনিধি: টঙ্গীর আউচপাড়া এলাকায় রবিবার রাতে অভিযান চালিয়ে আইসিটি আইনের মামলায় নারী উত্যক্তকারী একজনকে গ্রেফতার করেছে র্যাব-১ সদস্যরা। গ্রেফতার মোয়াজ্জেম বেপারী (২৪), টঙ্গী পশ্চিম থানার আউচপাড়ার শুকুর মাহমুদ রোড এলাকার মো. হানিফ মিয়ার ছেলে।
র্যাব-১-এর পোড়াবাড়ির ক্যাম্পের ইনচার্জ কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, ২০১৫ সাল থেকে ২০১৮সালের জুলাই মাস পর্যন্ত মোয়াজ্জেম টঙ্গী এলাকার এক নারীর সঙ্গে প্রেম বিনিময় করে যাচ্ছিল। প্রেম চলাকালীন সময় মোয়াজ্জেম ওই নারীর বিভিন্ন আপত্তিকর ছবি তার মোবাইল ফোনে ধারণ করে। এসব নিয়ে তাদের প্রেমের সম্পর্কের অবনতি ঘটে। এক পর্যায়ে মোয়াজ্জেম ওই নারীকে বিয়ের জন্য প্রস্তাব দেয় এবং চাপ সৃষ্টি করে। কিন্তু ভিক্টিম তাতে রাজি না হওয়ায় প্রেম চলাকালীন সময়ে মোয়াজ্জেম তার মোবাইলে ধারণ করা ওই নারীর বিভিন্ন আপত্তিকর ছবি ইন্টারনেট, ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দেয়।
পরে এ ব্যাপারে মোয়াজ্জেমের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়। রোববার রাত সাড়ে ৯টার দিকে মোয়াজ্জেমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।