নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীর একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গীর দত্তপাড়া এলাকার বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় তাঁরা বকেয়া বেতন পরিশোধসহ কারখানা খুলে দেওয়ার দাবি জানান।
সকাল ৮টায় কাজে যোগ দিতে প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকেরা। এ সময় তাঁরা নানা স্লোগান দিতে থাকেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার সামনের শাখা সড়কে অবস্থান নেন। পরে শাখা সড়ক থেকে সরে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় অবস্থান নেন তাঁরা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের আশ্বাসে শ্রমিকেরা সড়ক থেকে সরে গিয়ে আবার কারখানার সামনে অবস্থান নেন।
পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, কারখানাটিতে কাজ করেন প্রায় ১ হাজার ৩০০ শ্রমিক। এখনো গত এপ্রিল মাসের বেতন বকেয়া। কয়েক দিন ধরে তারিখ ঘোষণা করেও বেতন পরিশোধ করছে না মালিকপক্ষ।
এ বিষয়ে মন্তব্য জানতে কারখানা মালিক ইকবাল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী বলেন, গত এপ্রিল মাসের বকেয়া বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। কারখানাটি নোটিশ দিয়ে বন্ধ করা হয়। পুলিশের পক্ষ থেকে কারখানা মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.