নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে চাকরির সন্ধানে আসা এক রোহিঙ্গা কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) রাতে টঙ্গীর মোক্তারবাড়ী রোড এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটক কিশোরের নাম রশিদুল্লাহ রশিদ (১৫)। সে কক্সবাজারের উখিয়া উপজেলার এইচডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ ইলিয়াস।
পুলিশ জানায়, কয়েক দিন আগে পারিবারিক বিরোধের জেরে রশিদুল্লাহ রশিদ রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যায়। পরে কাজের সন্ধানে টঙ্গীতে চলে আসে। শুক্রবার রাতে মোক্তারবাড়ী এলাকায় অচেনা ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এরপর তারা পুলিশকে খবর দিলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরটিকে আটক করে।
পরে থানায় জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যায়, রশিদুল্লাহ রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য। বিষয়টি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প কর্তৃপক্ষ ও তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘আটক রশিদুল্লাহ রশিদ একজন রোহিঙ্গা কিশোর। তাকে থানায় হেফাজতে রাখা হয়েছে। ক্যাম্প কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা তাকে নিতে আসছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।