জুমবাংলা ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে ট্রাক-ট্রেনের সংঘর্ষে নবী হোসেন নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। রবিবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর রেল স্টেশনসংলগ্ন মধুমিতা রেলক্রসিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নবী হোসেন অটোরিকশা চালক ছিলেন। তিনি টঙ্গীর মধুমিতা এলাকার দুদু মিয়ার ছেলে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি টঙ্গীর মধুমিতা রেলক্রসিং অতিক্রম করার সময় লাইনে দাঁড়িয়ে থাকা গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির সঙ্গে সংঘর্ষ। এরপর ট্রেনটি সিটি কর্পোরেশনের গাড়িকে দুই থেকে তিনশ গজ টেনে নিয়ে যায়। এ সময় রেল লাইনের পাশে থাকা একটি অটোরিকশার ওপর সিটি কর্পোরেশনের গাড়িটি পড়ে যায়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালক নবীন হোসেন, সিটি কর্পোপোরেশনের গাড়ির চালক ও সহযোগী গুরুতর আহত হন। এতে নবী হোসেনের বাম হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিকভাবে আহতদের টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ডিউটি অফিসার এসআই বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।