নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে নির্মল বায়ু নিশ্চিত ও জলবায়ু পরিবর্তন রোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে টঙ্গীর দত্তপাড়া এলাকার সাদিয়া কমিউনিটি সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে, বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোট (বিএনসিএ) ও বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আরবান প্রোগ্রামের এ্যাডভোকেসি ও ক্যাম্পেইন কো-অর্ডিনেটর মীর রেজাউল করিম, আইইউবিএটি’র পরিবেশ বিজ্ঞানের সহযোগি অধ্যাপক ড. ফেরদৌস আহম্মেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন গাজীপুরের সহ-সভাপতি ইশরাত জাহান, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার (টঙ্গী) মানস বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার বনি হালদার, প্রোগ্রাম অফিসার মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।