নিজস্ব প্রতিবেক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে এক্সপোর্ট ভিলেইজ লিমিটেড নামের একটি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক শ্রমিক। বুধবার (১৪ জানুয়ারি) সকালে কারখানার ভেতর কাজ চলাকালীন একে একে শ্রমিকরা অসুস্থ হতে শুরু করেন। পরে তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকালে স্বাভাবিকভাবেই শ্রমিকরা কাজে যোগ দেন। কিছু সময় পর হঠাৎ কয়েকজন শ্রমিক বমি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অস্বস্তিতে ভুগতে থাকেন। পরিস্থিতি দ্রুত ছড়িয়ে পড়লে কারখানার ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়। অসুস্থ শ্রমিকদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন। পরে তাঁদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম জানান, টঙ্গীর একটি পোশাক কারখানা থেকে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে আসেন। এর মধ্যে ৭১ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, শ্রমিকরা কী কারণে অসুস্থ হয়ে পড়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে গত সোমবার (১২ জানুয়ারি) একই কারখানায় এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি ও আন্দোলনে নামেন। ওই সময়ও অন্তত ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে একাধিকবার শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


