নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে বাড়ির সামনে নির্মাণসামগ্রী রাখতে নিষেধ করায় এক বীর মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (০৫ জুলাই) সকাল ১০টার দিকে টঙ্গীর বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি আলী আকবর (৭৬) ওই এলাকার বাসিন্দা এবং গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি। হামলার পর তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আকবরের ছেলে সাখাওয়াত হোসেন সাজ্জাদও হামলার শিকার হন। তিনিও আহত হয়েছেন। পরে তিনি টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন—স্থানীয় হাসিব, কাউসার, বাবুল, আব্দুল কাদের কিরণ ও ইমন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে আব্দুল কাদের কিরণ নিজ বাড়ির নির্মাণকাজের জন্য আকবরের বাড়ির ফটক ও দোকানের সামনে বালু ও রড রেখে দেন। এতে আকবর ফটক বন্ধ রাখতে নিষেধ করেন এবং নির্মাণসামগ্রী সরাতে অনুরোধ জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে কিরণের পক্ষের হাসিব ও তাঁর সহযোগীরা আকবরের কাছে মুক্তিযোদ্ধার সনদ দেখতে চান। বাকবিতণ্ডার একপর্যায়ে তারা আকবরের ওপর হামলা চালান। রড ও বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় তাঁকে। ছুটে আসেন আকবরের ছেলে সাজ্জাদ। তাঁকেও মারধর করা হয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত সাখাওয়াত হোসেন সাজ্জাদ বলেন, ‘আব্দুল কাদের কিরণ তাঁদের নির্মাণাধীন ভবনের জন্য আমাদের বাড়ির ফটকের সামনে বালু, রড, বাঁশ রেখে দেন। এতে আমাদের যাতায়াত বন্ধ হয়ে যায়। আমার বাবা সরিয়ে নিতে অনুরোধ করলে তাঁরা আমাদের ওপর হামলা চালান।’
অভিযুক্ত কিরণ বলেন, ‘তিনি (আকবর) মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে আমাদের কাজে বাধা দিয়েছেন। আমাদের দুজনকেও আঘাত করা হয়েছে। আমরাও থানায় অভিযোগ করেছি।’
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।