নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীতে পৃথক অভিযান চালিয়ে ৭৪ লিটার চোলাই মদ এবং এক কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার (৬ জুলাই) রাতে র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানায়।
চোলাইমদসহ আটকরা হলেন-কুমিল্লার-দাউদকান্দি থানার চাননাগেরচর এলাকার আব্দুল্লাহ কবির (২৯) ও কিশোরগঞ্জের মিঠামইন থানার গুবদিঘী এলাকার হুমায়ুন কবির। গাঁজাসহ আটক হানিফ (৩০) এর বাড়ি কুমিল্লার বাঞ্ছারামপুর থানার খাকান্দা এলাকায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে টঙ্গী বাজার বড় মসজিদ সংলগ্ন রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৮৫ বোতলে ৭৪ লিটার দেশীয় চোলাইমদসহ আব্দুল্লাহ কবির ও হুমায়ুন কবিরকে আটক করা হয়।
র্যাব আরো জানায়, কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃতে একই দিন দুপুর সোয়া ১২টার দিকে টঙ্গী বাজার এলাকায় মহাসড়কে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ হানিফকে আটক করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।