স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষস্থান দখন করে নিয়েছে চেলসি। জয়ের এই ম্যাচে চেলসির হয়ে একটি করে গোল করেন থিয়াগো সিলভা, এনগোলো কান্তে ও আন্টোনিও রুডিগার।
রবিবার (১৯ সেপ্টেম্বর) টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে দুদলই সমানে সমান প্রতিযোগিতা করে। তবে বিরতির পর আধিপত্য বিস্তার করে দারুণ জয় তুলে নেয় ব্লুজরা।
দ্বিতীয়ার্ধের ৪৯তম মিনিটে লিড নেয় চেলসি। মার্কো আলোনসোর ক্রসে হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার সিলভা। আর আট মিনিট পরই ব্যবধান বাড়ায় সফরকারীরা। ডি-বক্সের বাইরে থেকে ফরাসি মিডফিল্ডার কঁতের শটে বল এরিক ডায়ারের পায়ে লেগে দিক পাল্টে পোস্টে লেগে গোললাইন পেরিয়ে যায়।
ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তৃতীয় গোলটি করেন শেষ রুডিগার। ডান দিক থেকে ভেরনারের কাটব্যাক পেনাল্টি স্পটের কাছে পেয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন জার্মান ডিফেন্ডার।
লিগে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে উঠেছে ইউরোপ চ্যাম্পিয়নরা। ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের পয়েন্টও সমান ১৩। তবে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে ইয়ুর্গেন ক্লপের দল। ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন। তার পরে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ১০। এভারটনের পয়েন্টও ১০। টানা দুই ম্যাচে হারা টটেনহ্যাম ৯ পয়েন্ট নিয়ে আছে সাত নম্বরে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.