টপ রেটিংয়ে থাকা এই ৫টি পাকিস্তানি সিরিজ দেখতে পারেন

বিনোদন ডেস্ক : উপমহাদেশের ছোট পর্দায় যে দেশটির ধারাবাহিক সম্প্রতি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে, সেটি হল পাকিস্তান। সিরিজগুলি ভারত ও বাংলাদেশেও দর্শকদের মন জয় করেছে।

একসময় উপমহাদেশে টিভি সিরিজের মাঝে সবচেয়ে বেশি দর্শক টেনে রাখতো ভারতীয় টিভি চ্যানেলের নাটকগুলো। তবে সেই একই বউ-শাশুড়ি দ্বন্দ নিয়েই একের পর এক সিরিয়ালের চর্বিত চর্বনের মধ্যে অনেক দর্শকের কাছে ব্যতিক্রম হয়ে এসেছে পাকিস্তানি সিরিজগুলো।

যত দিন যাচ্ছে জনপ্রিয়তা অর্জন করছে পাকিস্তানি সিরিজ। হলিউড বলিউডে জনপ্রিয় সিনেমাগুলোর মতোই আইএমডিবি রেটিংয়ে তুলনামূলক ভালো অবস্থান তৈরি করে নিয়েছে বেশ কিছু পাকিস্তানি টিভি সিরিয়াল।

পেরিজাদ
আইএমডিবি রেটিং ৯.১

Parizaad | Teaser 1 | HUM TV | Drama

সিরিজটিতে দেখা যায় অত্যন্ত আবেগপ্রবণ পেরিজাদকে এবং পুরো গল্পজুড়ে পেরিজাদকে জীবনের কঠিন সময়গুলোর সঙ্গে সংগ্রাম করতে। শাহজাত কাশ্মিরি পরিচালিত এ সিরিয়ালে মুখ্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন আলি আকবর আহমেদ, জুমনা জাইদি, কিরণ তাবিরসহ অনেকে। এটি মুক্তি পেয়েছিল ২০২১ সালে।

আলিফ
আইএমডিবি রেটিং ৯.১

Alif | Full Trailer | Hamza Ali Abbasi | Ahsan Khan | Sajal Aly | Kubra Khan | Har Pal Geo

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সিরিজ আলিফ। সিরিয়ালটির আত্ম-অনুসন্ধানমূলক গল্পের ওপর নির্মিত। গল্পটি মূলত মোমিন ও মোমিনাকে ঘিরে এগোতে থাকে। একপর্যায়ে তারা একে অন্যের সঙ্গে জড়িয়ে যায়। সিরিয়ালটি দর্শকের কাছে এক ধরনের দার্শনিক বার্তা দেয়, যা ফুটে ওঠে অসাধারণ অভিনয়শৈলীর মাধ্যমে।

হাসিব হাসান পরিচালিত আলিফ সিরিয়ালটিতে অভিনয় করেছেন সজল আলি, হামজা আব্বাসি, কুবরা খানসহ অনেকে।

তুমহারে হুসন কে নাম
আইএমডিবি রেটিং ৯.০

Tumharey Husn Kay Naam | Official Trailer | Imran Abbas | Saba Qamar | New Drama Serial | Green TV

টিভি সিরিজ ‘তুমহারে হুসন কে নাম’ ২০২৩ সালে মুক্তি পায়। এটি নির্মাণ করেছেন সাকিব খান। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাবা কামার, ইমরান আব্বাস, হারিস ওয়াহিদ, সিদরা নিয়াজিসহ অনেকে। এর গল্প মূলত দুজন শিল্পীকে ঘিরে।

হামসাফার
আইএমডিবি রেটিং ৮.৯

Mere Humsafar - Teaser- 1 - Coming Soon - ARY Digital Drama

হামসাফার সিরিয়ালটি মুক্তি পায় ২০১১ সালে। এটি পাকিস্তানের জনপ্রিয় একটি টিভি সিরিয়াল। সারমাদ সুলতান খোসাত পরিচালিত এ সিরিয়ালের এর মূল চরিত্রে অভিনয় করেন ফাওয়াদ খান এবং মাহিরা খান।

সুনো চান্দা
আইএমডিবি রেটিং ৮.৮

সিরিয়ালটির গল্পের শুরুতে নায়ক-নায়িকা একে অন্যকে অপছন্দ করে, পরে একে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে দুজনই দুজনের প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করে।

রেগে গেলে নিকের সঙ্গে যা করেন প্রিয়াঙ্কা চোপড়া

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সিরিয়ালটি পরিচালনা করেন আহসান তালিশ এবং অভিনয় করেন মাশাল খান, নাদিয়া আফগান, নাবিল জুবেরিসহ অনেকে।