বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পাওয়া দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের সিনেমা ‘পুষ্পা টু’ নিয়ে নানা মহলে চলছে আলোচনা-সমালোচনা। এবার গুঞ্জন উঠেছে, সিনেমাটির কিছু দৃশ্য এবং চারিত্রিক ভঙ্গি জনপ্রিয় কার্টুন ‘টম অ্যান্ড জেরি’ থেকে অনুপ্রাণিত বা নকল করা হয়েছে। আর এমন খবরে সরগরম নেটদুনিয়া।
‘পুষ্পা ২’ সিনেমাটিতে অভিনেতা আল্লু অর্জুনের চরিত্রের সকল হাবভাব এবং অঙ্গভঙ্গি বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে। কয়েকদিন আগে ‘টম অ্যান্ড জেরি’র একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।সেখানে দেখা যায়, কার্টুন চরিত্রগুলিতে সেসব অঙ্গভঙ্গি রয়েছে তা অবিকল দেখা গেছে ‘পুষ্পা’র বিখ্যাত অঙ্গভঙ্গির দৃশ্যতেও।
উল্লেখ্য, ‘পুষ্পা’র প্রায় ৪-৫ দশক আগেই মুক্তি পেয়েছিল ‘টম আ্যান্ড জেরি’র সেসব পর্ব। তাই নেটিজেনদের অনেকের মতে, ‘টম অ্যান্ড জেরি’কে দেখেই নকল করেছে পুষ্পা!
তুলনামূলকভাবে দেখা যায়, ‘পুষ্পা’র চিবুকের নীচ ঘেঁষে হাত চালানোর ভঙ্গি যেমন দর্শকদের নজর কেড়েছে, একই অঙ্গভঙ্গি ঠিক জেরিকেও এর আগে করতে দেখা গেছে। আবার পুষ্পার সেই এক পা টেনে টেনে হেঁটে শ্রীবল্লীকে ডাকার দৃশ্যের মতো অবিকল করে হাঁটার দৃশ্য কয়েক দশক আগেই সেরে ফেলেছে টম-ও!
বিষয়টি নিয়ে মজার ছলে একজন লেখেন, ‘আমি নিশ্চিত ‘পুষ্পা’ পরিচালক ছোটবেলায় ‘টম অ্যান্ড জেরি’ দেখতেন’। যেখানে আরেকজন লেখেন, ‘এ তো পুরো ‘টম অ্যান্ড জেরি’র থেকে কপি’।
প্রসঙ্গত, চলতি বছরের ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে ১০০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে আল্লু অর্জুনের ছবি। বক্স অফিস সূত্রে জানা যায়, ‘পুষ্পা টু: দ্য রুল’ সমস্ত ভারতীয় ছবির ক্ষেত্রে মাইলফলক গড়ে তুলেছে। এই সিনেমাই সর্বপ্রথম যা বিশ্বজোড়া বক্স অফিসে সবচেয়ে কম সময়ের মধ্যে হাজার কোটির ঘরে নাম লিখিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।