টয়োটাকে ফেরারি বানিয়ে রাস্তায় ঘুরছিলেন যুবক, আটকালো পুলিশ

টয়োটাকে ফেরারি

আন্তর্জাতিক ডেস্ক : টয়োটা গাড়িকে ‘‘সাজিয়ে-গুছিয়ে” ফেরারি ব্র্যান্ডের স্পোর্টসকারের মতো বানানোর অভিযোগে ইতালিতে এক যুবককে আটক করা হয়েছে।
টয়োটাকে ফেরারি
সম্প্রতি ইতালির অস্টিতে নিয়মিত অভিযানে ওই গাড়িটি আটক করে পুলিশ। সংবাদমাধ্যম এমএসএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২৬ বছর বয়সী ওই যুবক নিজের টয়োটা এমআর ক্যু মডেলকে পরিবর্তন করে ফেরারি এফ৪৩০ বানিয়েছিলেন। এ ঘটনায় জালিয়াতি ও ট্রেডমার্ক লঙ্ঘনের অপরাধ করেছেন তিনি। তবে যুবকের পরিচয় বা ঘটনার বিস্তারিত জানানো হয়নি।

সেই গাড়ি নিয়ে শহরে চলাচলের সময় পুলিশ দেখতে পেয়ে গাড়িটি জব্দ করে এবং ওই যুবককে আটক করে।

স্থানীয় পুলিশ বলছে, নকল লাল ফেরারি এফ৪৩০-এ ব্যতিক্রমী সব যন্ত্রাংশ লাগানো হয়েছে। এতে বনেট, স্টিয়ারিং হুইলে প্র্যান্সিং হর্স লোগো থেকে শুরু করে রিম, ব্রেক ক্যালিপার ও হেডলাইটটিতেও নতুনত্ব ছিল।

পুলিশ জানায়, গাড়িটিতে নিয়মিত চেসিস, কিছু নকল লোগোর সঙ্গে ফেরারির মডেল লাগানো হয়েছিল। এটি জালিয়াতির অপরাধ। ফলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।