বিনোদন ডেস্ক : বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলোর অন্যতম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)-এ নিজের প্রথম সিনেমা ‘সাবা’ নিয়ে গিয়েছেন মেহজাবীন। সেখানেই বিখ্যাত অভিনেত্রী নাওমি ওয়াটসের সঙ্গে দেখা হয়েছে মেহজাবীনের।
টুয়েন্টি ওয়ান গ্রাম, সেন্ট ভিনসেন্ট, দ্য রিং, দ্য ইম্পসিবল, কিং কং, বার্ডম্যানসহ বহু জনপ্রিয় হলিউড ছবির অভিনেত্রী নাওমি ওয়াটস। সামাজিক মাধ্যমে নাওমি ওয়াটসের সঙ্গে ছবি শেয়ার করেছেন মেহজাবীন। ক্যাপশনে লিখেছেন, ‘নাওমি ওয়াটসের সঙ্গে টিআইএফএফ-এ ফ্যানগার্ল মোমেন্ট।’
৭ সেপ্টেম্বর বিশ্ব প্রিমিয়ার হয়েছে ‘সাবা’র। ১১ দিনব্যাপী টরন্টো উৎসবে ‘সাবা’র প্রথম শো ছিল শনিবার! আর উদ্বোধনী প্রদর্শনীর টিকেট পাননি স্বয়ং অভিনেত্রী! উৎসবের ওয়েব সাইটে টিকেট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই সব টিকেট শেষ হয়ে গেছে।
বাঁচার আকুতি হিনার, প্রতিনিয়ত ক্যানসারের সঙ্গে লড়াই করছেন এই তারকা
আজ ৮ সেপ্টেম্বর আছে ‘সাবা’র আরো একটি শো। উৎসবের ওয়েব সাইট দেখে জানা যায়, ৭ ও ৮ তারিখ ছাড়াও উৎসবে ১৪ তারিখে হবে ‘সাবা’র আরেকটি শো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।