বিনোদন ডেস্ক : ৪৭তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিন ছিল রবিবার। বাংলাদেশ সময় মধ্যরাতে ঘোষিত হয় বিজয়ীদের নাম। এবার উৎসবের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে স্টিভেন স্পিলবার্গের ‘দ্য ফ্যাবেলম্যানস’। ছবিটি নির্মিত হয়েছে নির্মাতার শৈশব-কৈশোরের অভিজ্ঞতার গল্প নিয়ে।
যুক্তরাষ্ট্রের আরিজোনায় স্পিলবার্গের বেড়ে ওঠার সময় মা-বাবার সঙ্গে তাঁর রসায়ন দেখা যাবে ছবিটিতে। তবে এটিকে পুরোপুরি বায়োপিক বলা চলে না। টরন্টোতে সেরা ছবির পুরস্কার পাওয়ায় অস্কারের দৌড়ে এক ধাপ এগিয়ে গেল ছবিটি। গত এক দশকে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ জিতে নেওয়া ছবি অস্কারে মনোনয়ন পেয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে সেরা ছবির পুরস্কারও জিতে নিয়েছে।
উৎসবে জনপ্রিয়তার দিক থেকে ‘দ্য ফ্যাবেলম্যানস’-এর পরেই ছিল সারাহ পলির ‘উইমেন টকিং’ এবং রায়ান জনসনের ‘গ্লাস ওনিয়ন—আ নাইভস আউট মিস্ট্রি’। ফিপ্রেসি পুরস্কার পেয়েছে জিল বাসিল খলিলের ‘আ গাজা উইকেন্ড’। সেরা তথ্যচিত্রের পুরস্কার পেয়েছে হুবার্ট ডেভিসের ‘ব্ল্যাক আইস’। ‘দ্য মিডনাইট ম্যাডনেস’ জিতেছে এরিক অ্যাপলের ‘উইয়ার্ড—দি অ্যাল ইয়ানকোভিক স্টোরি’।
চাহিদা মেটাতে কোটি টাকা দিয়ে নীতা আম্বানি কিনলেন এই ডল, সমালোচনার ঝড়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।