স্পোর্টস ডেস্ক: সিডনিতে বৃষ্টি হলেও টসে বিলম্ব হয়নি। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টস হেরেছেন। আর টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা।
বোলিং করতে নেমে নিজের প্রথম ওভারের শেষ বলে তাসকিন আহমেদ ফিরিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে। অফ স্টাম্পের বাইরে তাসকিনের অসাধারণ এক লেংথ বলে খোঁচা মেরেছেন বাভুমা। উইকেটের পেছনে ক্যাচ নিতে তেমন কোনো সমস্যাই হয়নি বাংলাদেশের উইকেটকিপার নুরুল হাসানের।
সিডনির এই ম্যাচে কন্ডিশন বিবেচনা করে বাংলাদেশ একাদশে এক পরিবর্তন এনেছে। মিডল অর্ডার ব্যাটার ইয়াসির রাব্বিকে বসিয়ে একাদশে নেওয়া হয়েছে মেহেদি মিরাজকে।
দক্ষিণ আফ্রিকাও একাদশে এক পরিবর্তন এনেছে। সিডনির উইকেটে স্পিন ধরে সেজন্য পেসার লুঙ্গি এনগিডিকে বাদ দিয়ে লেগ স্পিনার তাবরেজ শামসিকে একাদশে রেখেছে প্রোটিয়ারা।
সাকিব জানিয়েছেন, টস জিতলে তিনিও শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতেন। তবে বৃষ্টির পূর্বাভাস থাকায় রান তাড়া করতেও সমস্যা নেই। দলে একজন বাড়তি স্পিনার খেলছে। এটা নিজেদের প্রমাণের ম্যাচ।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাজমুল শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকার একাদশ: ডি কক, টেম্বা বাভুমা, রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসু রাবাদা, এনরিক নরকিয়া, তাবরেজ শামসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।