টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, তানভীরের অভিষেক
স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জিতে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তাই আজ ইংলিশদের ‘বাংলাওয়াশ’ করার মিশন নিয়ে নামছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইংলিশ দলপতি জস বাটলার।
এই ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে তানভীর ইসলামের। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বাঁ হাতের স্পিনে জাদু দেখিয়েছেন তানভীর। ১২ ম্যাচে ১৭ উইকেট নিয়ে হাসান মাহমুদের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন তিনি। এই পারফর্মেন্সেরই পুরস্কার পেলেন তানভীর।
বাংলাদেশের আজকের একাদশ থেকে বাদ পড়েছেন আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। অন্যদিকে অপরিবর্তিত দল নিয়েই আজ মাঠে নেমেছে ইংল্যান্ড।
একনজরে দুদলের একাদশ
বাংলাদেশ : রনি তালুকদার, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড : ফিলিপ সল্ট, জস বাটলার, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশীদ, রেহান আহমেদ ও জোফরা আর্চার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।