স্পোর্টস ডেস্ক: প্রথম ওয়ানডে হেরে তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে এ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের। এমন ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
সিরিজ নির্ধারণী ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে, ইংলিশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। ক্রিস ওকস ও জোফরা আর্চারের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন স্যাম কুরান ও সাকিব মাহমুদ।
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), উইল জ্যাক, মঈন আলি, স্যাম কুরান, আদিল রশিদ, সাকিব মাহমুদ ও মার্ক উড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।