স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। ফিল্ডিং করবে বাংলাদেশ।
করোনা নেগেটিভ হওয়া সাকিব আল হাসানকে দলে পেয়ে খুশি বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। এই ম্যাচ দিয়ে পাঁচ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরলেন সাকিব। ২০২১ সালের ডিসেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন তিনি। এরপর বাংলাদেশ চারটি টেস্ট খেললেও বিভিন্ন কারণে খেলা হয়নি অভিজ্ঞ বাঁহাতি এই অলরাউন্ডারের।
২০০১ সাল থেকে লঙ্কানদের বিপক্ষে ২২টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশের জয় মাত্র একটিতে। শ্রীলঙ্কা জিতেছে ১৭ ম্যাচে, ৪টি ম্যাচ ড্র হয়েছে।
দুই পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ছন্দে থাকলেও জায়গা হারাতে হয়েছে এবাদত হোসেনকে। ভরসা রাখা হয়েছে খালেদ আহমেদ ও শরিফুল ইসলামের ওপর। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। এ ছাড়া সাকিবের বোলিং তো পাচ্ছেই বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নাঈম হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, লাসিথ এমবুলদেনিয়া, আসিথা ফার্নোন্দো ও বিশ্ব ফার্নান্দো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।