স্পোর্টস ডেস্ক : টাইগারদের ২৯৬ রানের জবাবে শুরু থেকে বিপর্যয়ে জিম্বাবুইয়ান একাদশ। অফস্পিনার মোসাদ্দেক (২/১৬), পেসার সাইফউদ্দিন (২/৩৩) ও বদলি পেসার (ওয়ানডে স্কোয়াডে নেই) এবাদতের (২/৩৭) সাঁড়াসি আক্রমণে ১৩০ রানে ৭ উইকেট খুইয়ে বসে স্বাগতিকরা।
Advertisement
এরপর টিমিকেন মারুমার দৃঢ়তায় সেই বিপর্যয় এড়িয়ে কিছুটা এগিয়ে যায় জিম্বাবুইয়ান একাদশ। কিন্তু তাদের স্কোর ৭ উইকেটে ১৮৯ (৩৭ ওভারে) হওয়ার পর থেকেই খেলা বন্ধ হয়ে যায়।
ক্রিকইনফোতে বল টু বল আপডেট দেয়া হচ্ছে না। হারারেতে যোগাযোগ করে জানা গেছে, আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয়ে গেছে। আর শুরু হয়নি। মানে আর হবেও না।
স্বাগতিকদের পক্ষে ডেওন মেয়ার্স ৪২ আর টিমিকেন মারুমা ৫৯ রানে নট আউট ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।