স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে শুরু হওয়া একমাত্র টেস্টের তৃতীয় দিনটিও নিজেদের করে নিয়ে মাঠ ছাড়লেন সফরকারী আফগানিস্তান ক্রিকেট দল।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে প্রথম ওভার বল করতে আসে অধিনায়ক সাকিব আল হাসান। পর পর ২ বলে ২ টি উইকেট নিয়ে প্রথম ওভারেই কারিশমা দেখায় টাইগার অধিনায়ক। শুরুতেই চেপে ধরা হয় আফগান ব্যাটসম্যানদের। টাইগারদের সব ঠিকঠাকই চলছিলো এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ২৮ রানের মধ্যেই ৩টি উইকেট নিয়ে নেয় আফগানদের। যথাক্রমে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায় তিন আফগান ব্যাটসম্যান ইহসানুল্লাহ জানাত (৪), রহমত শাহ (০) ও হাশমাতুল্লাহ শহিদী (১২)।
৩ উইকেট হারিয়ে যেন নিজেদের আপন চেহারা দেখাতে মরিয়া হয়ে উঠে আফগান ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ১৩৭ রান লিড পাওয়া আফগানিস্তান ওপেনার ইব্রাহিম জাদ্রান ও আসগর আফগান ১০৮ রানের জুটি গড়ে দলকে আবার ম্যাচে ফিরিয়ে নিয়ে আসেন।
ব্যাক্তিগত ৫০ রান করে তাইজুল ইসলামের বলে সাকিবের হাতে তালুবন্দী হয়ে ফিরে যান আসগার আফগান। অন্যদিকে আফগান ওপেনার ইব্রাহিম জাদ্রান সেঞ্চুরির দাড়প্রান্তে গিয়েও ৮৭ রানের মাথায় নাঈম হাসানের বলে ৬ মারতে গিয়ে বাউন্ডারি লাইনে মুমিনুলের হাতে ক্যাচ তুলে দেন।
১৩৭ রানের লিড পাওয়া সফরকারী আফগানিস্তান, দ্বিতীয় ইনিংসের তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ২৩৭ রান তুলে নেয়। ফলে আফগান বাহিনী ৩৭৪ রানের বিশাল একটি লিড দিয়েছে।
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের হয়ে নিজেদের ঝুলিতে সাকিব আল হাসান ৩টি, তাইজুল ইসলাম ও নাঈম হাসান ২টি এবং মেহেদী হাসান ১টি করে উইকেট নিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।