স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচ হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে সিরিজ হারের লজ্জায় ডুবিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এ নিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয়বার কোনো সহযোগী সদস্য দেশের কাছে টি-টোয়েন্টিতে সিরিজ হারল টাইগাররা। তবে এই লজ্জার হারকে জীবনের অংশ বলে মনে করছেন অধিনায়ক লিটন কুমার দাস।
বুধবার (২১ মে) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, যখন এখানে এসেছি, সব সময় ম্যাচ জেতার কথাই ভেবেছি। এটা (সিরিজ হেরে যাওয়া) জীবনের অংশ। যখন আপনি ক্রিকেট খেলবেন, প্রতিপক্ষ ভালো খেলবে, তাদের কৃতিত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, আজ আমরা ব্যাটিংয়ে কিছু ভুল করেছি। আমার মনে হয় এমন কিছু আমরা এই উইকেট, কন্ডিশনে করতে চাইনি। তিন ম্যাচেই আমরা পরে ব্যাট করেছি, শিশিরই মেইন ফ্যাক্টর ছিল।
সিরিজ জেতায় আমিরাতকে কৃতিত্ব দিলেও আগের ম্যাচের মতো লিটন কালও বলেছেন শিশিরের প্রভাবের কথা, তারা খুবই ভালো খেলেছে, ভালো বল করেছে। কিন্তু ব্যাটিংয়ে তারা শিশিরের সুবিধা পেয়েছে। তারা তেমন আতঙ্কিত হয়নি, তাদের কৃতিত্ব দিতে হবে।
গলায় একাধিক লেয়ারযুক্ত মুক্তার হার জড়িয়ে কানের লাল গালিচায় জাহ্নবী কাপুর
উল্লেখ্য, আগে ব্যাট করতে নেমে আরব আমিরাতকে ১৬২ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ৭ উইকেট আর ৫ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে আরব আমিরাত। এতে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।