স্পোর্টস ডেস্ক : কানপুর টেস্ট চলাকালে বাংলাদেশি ক্রিকেট সমর্থক টাইগার রবির ওপর ভারতীয় সমর্থকদের হামলার অভিয়োগ উঠেছে। যদিও এই দাবির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছে দেশটির পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল রবির হেনস্তা হওয়ার বিষয়টি সামনে এনেছে।
সংবাদ সংস্থা আইএএনএসকে সূত্র হিসেবে জানিয়ে এক প্রতিবেদনে ফ্রি প্রেস জার্নাল লিখেছে, উত্তর প্রদেশের পুলিশ টাইগার রবিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। বাংলাদেশি ওই সমর্থক পাঁজরে আঘাত পেয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।
স্পোর্টস স্টার এক প্রতিবেদনে জানিয়েছে, গ্যালারির ‘সি’ ব্লকের বেলকনিতে ছিলেন টাইগার রবি। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়াতে দেখা যায় তাঁকে। প্রথম সেশন চলাকালে কয়েকজন সমর্থক রবির ওপর অতর্কিত হামলা চালায়। পরে নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
কিন্তু পরবর্তীতে মধ্যাহ্নভোজের সময় রবি স্টেডিয়ামের বাইরে গেলে ভারতীয় কয়েকজন সমর্থক আবারও হামলা চালান বলে অভিযোগ উঠেছে। তার শরীরের নিম্নাংশে আঘাত করা হয়েছে। একপর্যায়ে মাঠের বাইরেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে তাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে কানপুর পুলিশের একাধিক সদস্যকে সে সময় রবির পাশে দেখা গিয়েছিল।
তবে রবির ওপর হামলার বিষয়টি অস্বীকার করেছে কানপুর পুলিশ। হামলার কথা সত্য নয় উল্লেখ করে কানপুর পুলিশের এসিপি অভিষেক পান্ডে বলেন, ‘সে শরীরে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিল। পুলিশ এবং মেডিকেল সাপোর্ট টিম তাকে জরুরী ভিত্তিতে সহায়তা করে এবং হাসপাতালে নিয়ে যায়। সে এখন আগের থেকে ভালো অনুভব করছে। তার আনিত অভিযোগ পুরোটাই অসত্য। কোনো ভক্ত তাকে আঘাত করেনি।’
বাংলাদেশ দলের প্রায় সব ম্যাচেই গ্যালারি থেকে রবি সমর্থন জুগিয়ে যান। গায়ের রং পরিবর্তন করে টাইগারের মতো করে গ্যালারি থেকে সমর্থন দিয়ে যান তিনি। এবারের ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজেও তাকে দেখা যাচ্ছে গ্যালারিতে শান্ত-সাকিবদের উৎসাহ দিতে। কানপুরে তার সঙ্গে যা ঘটেছে, তা মেনে নিতে পারছেন না দেশের ক্রিকেটপ্রেমীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি দোষীদের শাস্তি দাবি করছেন অনেকে।
এদিকে আলোর স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার পর বৃষ্টি নামায় কানপুর টেস্টের প্রথম দিনের খেলার সমাপ্তি টানা হয়েছে। তার আগে হওয়া ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান করেছে বাংলাদেশ। মুমিনুল হক ৪০ রানে ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।