স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা সফরের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দল। তবে শুরুটা ভালো হয়নি সফরকারী দলের।
ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে বিশ্ব ফার্নান্দোর শিকারে পরিণত হন ওপেনার মোহাম্মদ সাইফ হাসান। বল সাইফ হাসানের প্যাড স্পর্শ করলেও লেগ বিফোর উইকেটের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। কিন্তু সেই সিদ্ধান্ত না মেনে রিভিউ নেন বিশ্ব ফার্নান্দো। রিভিউয়ের সিদ্ধান্তও আসে তার পক্ষেই। মাত্র ৬ বল খেলে শূন্য হাতেই সাজঘরে ফিরে যান সাইফ। দলের সংগ্রহ তখন এক উইকেটের বিনিময়ে ৮ রান।
১০ ওভার শেষে এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ এখন ৪২ রান।
বাংলাদেশ একাদশ সাজিয়েছে ৬ ব্যাটসম্যান ও ৫ বিশেষজ্ঞ বোলার নিয়ে। তিন পেসারের সঙ্গে আছেন দুই স্পিনার।
শ্রীলঙ্কার একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ দিনেশ চান্দিমালের। দুই তরুণ ওশাদা ফার্নান্দো ও পাথুম নিশানকার দুজনকেই দেওয়া হয়েছে সুযোগ।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরি ও ইবাদত হোসেন চৌধুরি।
শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, নিরোশান ডিকভেলা, ভানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel