আন্তর্জাতিক ডেস্ক : ডলারের বিপরীতে মুদ্রার মান কমে যাওয়ায় লেবাননে বর্তমানে চলছে অর্থনৈতিক বিপর্যয়।
অর্থনৈতিক বিপর্যয়ের ছাপ পড়েছে দেশটির ব্যাংকখাতেও। এ কারণে সাধারণ গ্রাহকদের জমানো টাকাও দিচ্ছে না ব্যাংকগুলো। তাদের নির্দিষ্ট পরিমাণ একটি অর্থ দেওয়া হচ্ছে।
ব্যাংকে গচ্ছিত নিজের টাকা না পেয়ে বেশ ক্ষিপ্ত হয়েছেন লেবাননের একজন গ্রাহক।
গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিজ জমানো টাকা ব্যাংক থেকে ফেরত নিতে রাজধানী বৈরুতে অবস্থিত ফেডারেল ব্যাংকের একটি শাখায় অস্ত্র ও পেট্রল নিয়ে ঢোকেন সেই গ্রাহক।
তিনি হুমকি দেন, যদি তার অর্থ ফেরত না দেওয়া হয় তাহলে নিজ গায়ে আগুন লাগিয়ে দেবেন। বর্তমানে ব্যাংকের ভেতর অবস্থানরত ৬-৭ জন কর্মীকে জিম্মি করে রেখেছেন ওই গ্রাহক।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই গ্রাহকের প্রায় ২ লাখ মার্কিন ডলার আটকে রেখেছে ব্যাংক।
ওই ব্যক্তির ভাই জানিয়েছেন, তার ভাই অপরাধী না। নিজের বাবার চিকিৎসা ও পরিবারের অন্যন্য ব্যয় মেটাতে অর্থ উত্তোলন করতে চাচ্ছেন তিনি। কিন্তু নিজ অর্থই দেওয়া হচ্ছে না।
আল জাজিরার সাংবাদিক জেইনা খোদর বলেছেন, লেবাননের ব্যাংকগুলো ২০১৯ সাল থেকে বিশেষ করে বিদেশি মুদ্রা উত্তোলনের ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করে। একটি নির্দিষ্ট অর্থ উত্তোলনের সুযোগ দেয় তারা। এর মাধ্যমে মূলত অর্থ আটকে রেখেছে ব্যাংকগুলো।
তিনি আরও বলেছেন, যদি কারো কোনো ডলার অ্যাকাউন্ট থাকে তাহলে সেই ব্যক্তিকে ডলার না দিয়ে লেবাননের মুদ্রা দেওয়া হয়। কিন্তু লেবাননের মুদ্রার দাম ডলারের বিপরীতে ৯০ ভাগ কমে গেছে।
সূত্র: আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।