Advertisement
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে আজ সোমবার (২৮ ডিসেম্বর) ট্রাকচাপায় মোটরসাইকেলের তিনজন আরোহীর প্রাণহানি হয়েছে।
বেলা ১১টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের ঘাটাইলের শিঙ্গুরিয়া সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভূঞাপুরের কাগমারীপাড়া গ্রামের মো. রশিদ (১৫), মুন্না (১৮) এবং একই গ্রামের সৌরভ (১৯)।
ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুরাদ হোসেন জানান, ফ্রেশ কোম্পানির একটি ট্রাক টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের সিঙ্গুরিয়া ব্রিজের ওপর উঠলে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। একজনকে গুরুতর আহতাবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান।
নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।