জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে থিনার ভর্তি ড্রাম বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের এতিমখানা রোডের এস এম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। ড্রামটি ওয়ার্কশপে নিয়ে খোলার সময় বিস্ফোরিত হয় বলে জানা গেছে।
নিহত ইয়াকুব রাজু উপজেলার বগা প্রতিমা গ্রামের তাহের আলীর ছেলে। তিনি ওয়ার্কশপের কর্মচারী ছিলেন। আহতরা হলেন- আল আমিন (১৮), আতিকুল হক (৪০) ও সবুজ আহমেদ (২৬)। তাঁদের প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার বিকেলে আতিকুল ও আল আমিন ফার্নিচারে ব্যবহারের থিনার ভর্তি ড্রামটি খোলার জন্য ওয়ার্কশপে নিয়ে যান। কর্মচারী ইয়াকুব সেটি খোলার চেষ্টা করতেই বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বিস্ফোরণে ড্রামটি উড়ে গিয়ে প্রায় ১০০ গজ দূরে পড়ে। খবর পেয়ে সখীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে লাশটি উদ্ধার করেন। স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।