
জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে দুই কাভার্ডভ্যানভর্তি ৬ কোটি টাকার ভারতীয় শাড়িসহ মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বুধবার দুপুরে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
আসামিরা হচ্ছেন- সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দক্ষিণ দিঘনা গ্রামের জালাল উদ্দিনের ছেলে কাভার্ডভ্যানচালক নাজমুল হোসেন (৩০), সাতক্ষীরা সদরের আবুল মোহসীনের ছেলে কাভার্ডভ্যানচালক আকতারুল ইসলাম (৩৫), একই উপজেলার এরফান আলী গাজীর ছেলে হেলপার মশিউর (৪০) ও দিদার উদ্দিনের ছেলে হেলপার নাসির উদ্দিন (৩০)।
পুলিশ সুপার জানান, বুধবার কাভার্ডভ্যান দুটি অবৈধপথে ভারত থেকে আনা শাড়ি নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকার ইসলামপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা নামক স্থানে পৌঁছলে মির্জাপুর থানা পুলিশের নেতৃত্বে কাভার্ডভ্যান দুটি আটক করা হয়।
তিনি জানান, কাভার্ডভ্যানের ভেতরে গমের বস্তা দিয়ে ঢাকা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এর মধ্যে ভারতের বিভিন্ন ব্যান্ডের ১৮ হাজার ৩৩ পিস শাড়ি, এক হাজার ৮৫০ পিস ওড়না, তিন পিস লেহেঙ্গা উদ্ধার করা হয়।
এসপি জানান, বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর থানার এসআই রুবেল বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, আসামিদের বিরুদ্ধে চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।