আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী দেশ ভারতে নাগরিক সংশোধনী আইন নিয়ে উত্তাল অবস্থা বিরাজ করছে। এমন অবস্থার মধ্যে দেশটির মহারাষ্ট্র রাজ্যের শ্রমিক নারীদের নির্মম সত্য সামনে এসেছে। এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ইস্যুটি। টানা কাজ করতে জরায়ু কেটে ফেলেছেন রাজ্যের ৩০ হাজারের বেশি নারী। এমন তথ্য জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন এক কংগ্রেস নেতা।
জানা গেছে, মহারাষ্ট্রে ঋতুস্রাবকালীন সময়ে কাজ ঠিকমতো করতে পারেন না অনেক নারী শ্রমিক। কাজ না করতে পারায় তাদেরকে ওই পারিশ্রমিক দেয়া হয় না। এজন্য তাদেরকে আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয়। তাই যেন ওই সময়টাতে কাজের কোনো ব্যাঘাত না ঘটে এবং পারিশ্রমিক ঠিকমতো পান সেজন্য ৩০ হাজারেরও বেশি নারী শ্রমিক তাদের জরায়ু কেটে বাদ দিয়েছেন।
কংগ্রেস নেতা নীতিন রাউত বুধবার মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে এই তথ্য জানিয়ে চিঠি লিখেছেন। সেই চিঠিতে তিনি রাজ্যের যে নারীরা আখ খেতে কাজ করেন তাদের ব্যাপারে পদক্ষেপের আর্জি জানান। ওই চিঠিতে কংগ্রেস নেতা জানান, রাজ্যে প্রায় ৩০ হাজার দরিদ্র নারী রয়েছেন, যারা শল্যচিকিৎসা করিয়ে নিজেদের জরায়ু বাদ দিয়েছেন।
কংগ্রেস নেতা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে আবেদন জানিয়ে বলেছেন, নারীদের জন্য এমন পদক্ষেপ গ্রহণ করুন, যাতে তাদের নিজেদের জীবনধারণের জন্য এমন সিদ্ধান্ত নিতে না হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।