বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টানা চতুর্থবারের মতো বাংলালিংককে দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি দিয়েছে ওকলা। ২০ দশমিক ০৪ স্পিড স্কোর নিয়ে ২০২১ সালের তৃতীয় ও চতুর্থ প্রান্তিকের ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড রিপোর্টে শীর্ষস্থান অর্জন করেছে বাংলালিংক।
একই সময়ে বাংলালিংক’র মিডিয়ান ডাউনলোড গতি ছিল ১৩.৭৭ এমবিপিএস এবং মিডিয়ান আপলোড গতি ছিল ৭ দশমিক ৫৪ এমবিপিএস।
স্পিডটেস্ট অ্যাপের মাধ্যমে প্রতিদিন কয়েক মিলিয়ন ফলাফল সংগ্রহ করে থাকে ওকলা। বিশ্বব্যাপী মোবাইল নেটওয়ার্কের মান, কার্যক্ষমতা ও ব্যবহারযোগ্যতা সঠিকভাবে নির্ণয় এবং বিশ্লেষণের জন্য প্রতিষ্ঠানটি বিশেষভাবে সমাদৃত।
বাংলালিংক সাম্প্রতিক সময়ে দ্রুত গতির ফোর-জি ইন্টারনেট এবং মানসম্মত ডিজিটাল সেবা প্রদান করে ভালো ফলাফলের মাত্রা আরো বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। গত বছর কেনা মোট ৯ দশমিক ৪ মেগাহার্জ নতুন স্পেকট্রাম বাংলালিংক’র নেটওয়ার্কের মান আরো উন্নত করে এ পুরস্কার অর্জনে অবদান রেখেছে।
দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বাংলালিংক এ বছর সারা দেশে প্রায় তিন হাজার বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) স্থাপন করতে যাচ্ছে।
বাংলালিংক’র চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, টানা চারবারের মতো এ মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন অত্যন্ত আনন্দের ব্যাপার। এ অর্জনের মাধ্যমে প্রতিফলিত হয়, আমরা ধারাবাহিকভাবে সেরা ডিজিটাল সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। এ অগ্রগতি ধরে রেখে বাংলালিংক’র নেটওয়ার্ক আরো সম্প্রসারণ করা হবে।
সর্বোচ্চ সংখ্যক গ্রাহক যাতে বাংলালিংক’র দ্রুততম মোবাইল ইন্টারনেটের সুবিধা পায় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে বলেও জানান উপাঙ্গ দত্ত।
ওকলা’র চিফ এক্সিকিউটিভ অফিসার ডোগ সাটলস বলেন, ইন্টারনেটের গতি ও কাভারেজের ক্ষেত্রে ভালো ফলাফল করা মোবাইল অপারেটরগুলোকে স্পিডটেস্ট অ্যাওয়ার্ড দেয়া হয়। স্পিডটেস্ট অ্যাপ ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বাংলাদেশে ২০২১ সালের তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে সার্বিকভাবে বাংলালিংক’র নেটওয়ার্ক পারফরমেন্স সবচেয়ে ভালো ছিল। বাংলালিংককে আবারো বাংলাদেশের সর্বোচ্চ গতির নেটওয়ার্কের পুরস্কার দিতে পেরে আমরা আনন্দিত। বাংলালিংক গ্রাহকদের মানসম্পন্ন নেটওয়ার্ক কভারেজ এবং ডিজিটাল সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।