জুমবাংলা ডেস্ক: টানা তাপপ্রবাহের পর রাজধানী ঢাকায় আজ সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে। এই বৃষ্টি আরও কয়েক ঘণ্টা চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সকাল থেকেই ঢাকায় আকাশ মেঘলা ছিল। সকাল পৌনে ১০টার দিকে এক পশলা বৃষ্টির দেখা পায় রাজধানীবাসী। তবে কিছুক্ষণ পরই সেই বৃষ্টি থেমে যায়। এরপর বেলা ১১টা নাগাদ শুরু হয় ঝুম বৃষ্টি।
আবহাওয়া অফিস বলছে, রাজধানী শহর ছাড়াও কুড়িগ্রাম, গাইবান্ধা, ময়মনসিংহ, নেত্রকোণা ও নওগাঁসহ দেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে।
এর আগে সকালে রংপুর ও দিনাজপুরে বৃষ্টি হয়েছে। দীর্ঘ দিনের তাপমাত্রার পর স্বস্তির এ বৃষ্টির কারণে দেশের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমেছে বলে জানানো হয়।
এর আগে টানা তাপপ্রবাহের পর বৃহস্পতিবার (৮ জুন) বৃষ্টি হলেও স্বস্তি মিলেনি নগরবাসীর। আবহাওয়া ছিল ভ্যাপসা গরম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।