গান গাইতে গাইতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। টানা দেড় ঘণ্টা গান গেয়েছেন তিনি। মাত্রই শেষ গান ‘হট পটেটো’ পরিবেশন করতে যাচ্ছেন ঠিক সেই সময় মঞ্চে পড়ে যান তিনি। উইগেলস ব্যান্ডের টুইটারে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় তাকে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সিডনির এক হাসপাতালে চিকিৎসাধীন এ জনপ্রিয় গায়ক।
১৯৯১ সালে উইগেলস ব্যান্ডের একটি অ্যালবামের সিডি বিক্রি হয়েছিল কয়েক মিলিয়ন। সেই সময় এই ব্যান্ডের লিড ভোকালিস্ট ছিলেন গ্রেগ পেজ।
২০০৬ সালে অসুস্থতার কারণে তিনি অবসর নিয়েছিলেন। রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। দীর্ঘ বিরতির পরে আবারও গানে ফিরেছিলেন ২০১২ সালে। এর পর মাঝেমধ্যে বিভিন্ন শোতে দেখা মিলত তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।