Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা থেকে মানুষের প্রাণহানির খবরও পাওয়া যাচ্ছে। জানা গেছে, রাজ্যের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতায় পড়ে থাকা বিদ্যুতের খুঁটি ও তারে বিদ্যুৎস্পৃষ্টে চলতি সপ্তাহে অন্তত ১২ জন নিহত হয়েছেন। খবর আনন্দবাজারের।
আজ বৃহস্পতিবার কিছুটা কমলেও বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ে আরও কয়েকদিন অব্যাহত থাকবে বৃষ্টিপাত। পাশাপাশি আরও একটি ঘূর্ণিঝড় তৈরীর সম্ভাবনাও দেখা দিয়েছে। শনিবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। পাশাপাশি বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে বন্যা সতর্কতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।