স্পোর্টস ডেস্ক: ধুকতে থাকা স্পেজিয়াকে ৩-০ গোলে পরাজিত করে সিরি-এ লিগে টানা ১০ম শিরোপার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখলো বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। এই জয়ে শীর্ষে থাকা ইন্টার মিলানের থেকে জুভেন্টাসের পয়েন্টের ব্যবধান কমে দাড়িয়েছে সাত।
কালকের ম্যাচে আন্দ্রে পিরলোর দল লম্বা সময় ধরে হতাশার মধ্যে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে আলভারো মোরাতা, ফেডেরিকো চিয়েসা ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গোলে জুভেন্টাসের গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয়।
বুধবার উদিনেসের কাছে পরাজিত হয়েছে এসি মিলান। যে কারনে দ্বিতীয় স্থানে থাকা মিলানের থেকে জুভেন্টাস মাত্র তিন পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে। জুভেন্টাস কোচ পিরলো বলেছেন, ‘ব্যবধানটা শুধুমাত্র পয়েন্টের যা আমাদেরকে একে অপরের থেকে আলাদা করেছে। আমরা জানি এখনো লিগে অনেকটা সময় বাকি। ইন্টারের এই দলটি একসাথে দুই বছর ধরে খেলছে, তারা জানে কিভাবে নিজেদেরকে টেনে তুলতে হবে। অন্যদিকে আমরা এই মৌসুমেই একত্রিত হয়েছি। এখনো আমাদের নিজেদের সমঝোতার পথটি পুরোপুরি তৈরী হয়নি।’
তুরিনের জায়ান্টরা শেষ ৯টি ইতালিয়ান লিগের শিরোপা জিতেছে। কিন্তু এবার মিলানের দুই ক্লাবের কাছে প্রথম থেকেই তাদের নতি স্বীকার করতে হয়েছে।