স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ব্যাটিংয়ে নামার আগে টার্গেট বলা হয়েছিল একটা, এক ওভার ব্যাটিংয়ের পর জানা গেলো আরেকটা। ম্যাচ শেষে কথা বলতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, টার্গেট নিয়ে ধোঁয়াশার কথা।ম্যাচ শেষে কথা বলতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, টার্গেট নিয়ে ধোঁয়াশার কথা।
মাহমুদউল্লাহ বলেন, ‘বৃষ্টি আইনে স্কোর কতো এটা নিয়ে আমি মনে করি এখানে ধোঁয়াশা ছিল, আমরা জানতাম না টার্গেট কতো। খেলায় এসব হতে পারে। প্রথম ৫ ওভার আমরা সঠিক পথে ছিলাম। আমরা ভালোভাবে ম্যাচ শেষ করতে পারিনি।’